জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৫তম জন্মবার্ষিকী উদযাপন :
১৮ অক্টোবর ২০১৯ : ঐদিন বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশ একাডেমির উদ্যোগে পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৫তম জন্মবার্ষিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। শিশুশিল্পী নুসরাত খানম নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব জনাব মোহাম্মদ রুকন উদ্দিন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অশোক কুমার সেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র জনাব মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব অপূর্ব কান্তি ধর। স্বাগত বক্তব্যপ্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্ত জনাব মোঃ জসীম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ মামুনুর রশীদ। এর আগে শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত হয় চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। আলোচনা সভার পর শিশুরা শেখ রাসেলকে নিয়ে সংগীত পরিবেশন করে। এর পরই প্রধান অতিথি শিশুদেরকে নিয়ে বিশাল কেক কাটেন এবং অনুষ্ঠানে উপস্থিত চার শতাধিক শিশুকে নিজ হাতে কেক খাইয়ে দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS