মৌসুমি প্রতিযোগিতা দলগতভাবে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় স্কুল ও শিশু সংগঠন অংশগ্রহণ করবে। প্রতিটি দলে চারজন করে প্রতিযোগী থাকবে।
দলীয় প্রতিযোগিতার বিষয় ও নিয়মাবলি : প্রতিযোাগিতার সকল বিষয়ে ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিশুরা অংশগ্রহণ করবে।
১। দেশাত্মবোধক জারিগান : প্রত্যেক প্রতিযোগী দল ৫ মিনিট করে দেশাত্মবোধক জারিগান পরিবেশন করবে।
২। জ্ঞান জিজ্ঞাসা : মুক্তিযুদ্ধ, সাহিত্য-সংস্কৃতি,বিজ্ঞান ও প্রযুক্তি,সাম্প্রতিক ঘটনা, আন্তর্জাতিক ও ক্রীড়া বিষয়ক প্রশ্ন করা হবে। প্রশ্ন লিখিতভাবে অথবা সরাসরি করা যেতে পারে।
৩। উপস্থিত বিতর্ক : প্রতিযোগিতার সময় বিষয়বস্তু জানানো হবে এবং চিন্তা-ভাবনার জন্য ৫ মিনিট সময় দেয়া হবে। টসের মাধ্যমে পক্ষ, বিপক্ষ ও ফিকচার নির্ধারিত হবে। দলনেতা ৪ মিনিট ও অন্যান্যরা ৩ মিনিট বক্তব্য দেয়ার সুযোগ পাবে।
৪। দলীয় লোকনৃত্য : দলীয় নৃত্য ৫ মিনিটের মধ্যে শেষ করতে হবে। দলীয় লোকনৃত্য অবশ্যই লোকসঙ্গীতের ওপর হতে হবে।
৫। দেয়ালিকা : দেয়ালিকার আকার হবে সর্বোচ্চ ২২ x ২৮ ইঞ্চি । বিষয় : বর্ষা। বর্ষা ঋতুর উপরে কবিতা, গল্প,ছড়া, প্রবন্ধ, হাতে আঁকা ছবি, কার্টুন ফটোগ্রাফি,ফিচার সংবাদ ইত্যাদি থাকতে হবে এবং দেয়ালিকার একটি নির্দিষ্ট নাম থাকতে হবে।
৬। দলীয় অভিনয় : প্রতিযোগিতার সময় প্রতিযোগীদের বিষয়বস্তু জানানো হবে এবং চিন্তা-ভাবনার জন্য ৫ মিনিট সময় দেয়া হবে। অভিনয়ের জন্য নির্ধারিত সময় ৫ মিনিট।
মৌলভীবাজার জেলা পর্যায়ে শিশুদের মৌসুমী প্রতিযোগিতা ২০১৯ আগামী ৭ সেপ্টেম্বর তারিখে নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সময় |
বিষয় |
স্থান |
সকাল ৯-০০ ঘটিকা |
রিপোর্টিং |
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম |
সকাল ১০-০০ ঘটিকা |
উদ্বোধন |
-ঐ- |
সকাল ১০-৩০ ঘটিকা |
দলীয় দেশাত্মবোধক জারিগান |
-ঐ- |
সকাল ১০-৩০ ঘটিকা |
দলীয় জ্ঞান-জিজ্ঞাসা |
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় |
বেলা ১১-০০ ঘটিকা |
দলীয় উপস্থিত বিতর্ক |
-ঐ- |
বেলা ১১-০০ ঘটিকা |
দলীয় অভিনয় |
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম |
বেলা ১১-০০ ঘটিকা |
দলীয় দেয়ালিকা |
-ঐ- |
বেলা ১১-৩০ ঘটিকা |
দলীয় লোকনৃত্য |
-ঐ- |
দুপুর ১২-০০ ঘটিকা |
পুরস্কার ও সনদপত্র বিতরণ |
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস