Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ উদযাপনের খবর
বিস্তারিত

৭ অক্টোবর ২০১৯ সোমবার :  ‘আজকের শিশু আনবে আলো, বিশ^টাকে রাখবে ভাল’ এই প্রতিপাদ্য নিয়ে এবছর অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯। সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিন ছিল শোভাযাত্রা। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় মৌলভীবাজার জেলার সকল বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা/প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকা, চ্যানেলের সাংবাদিকবৃন্দ, জেলা স্কাউটস, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা রোভার স্কাউটসের ব্যান্ডদল, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, বিভিন্ন শিশু শিশু সংগঠন ও এনসিটিএফ সদস্যবৃন্দসহ ৫০০ এর অধিক অংশগ্রহণকারি ছিলেন। শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে মৌলভীবাজার প্রেসক্লাব ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
৯ অক্টোবর ২০১৯ বুধবার :
কর্মসূচির দ্বিতীয় দিনে ছিল উদ্বোধনী অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা। ক গ্রুপে ইচ্ছামতো এবং খ ও গ গ্রুপে শিশুশ্রম বিষয় নিয়ে  অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু একাডেমির প্রশিক্ষণার্থী, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী,বিভিন্ন শিশু সংগঠনের সদস্যসহ ৩০০ এর অধিক শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার :
কর্মসূচির তৃতীয় দিনে ছিল প্রারম্ভিক শৈশব বিষয়ক শিশুদের বিভিন্ন কার্যক্রম। ঐ দিন শিশু বিকাশ ও প্রাক- প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিশুদের খেলাধূলার আয়োজন করা হয়। ৬০ জন শিশু এতে অংশগ্রহণ করে। দুটি গ্রুপ থেকে ৩জন করে মোট ৬জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ।

১১ অক্টোবর ২০১৯ শুক্রবার :
 ‘কন্যাশিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এ বছর অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০১৯। এ উপলক্ষে ঐদিন বিকেল ৩-০০ টায় শিশু একাডেমিতে আয়োজন করা হয় শুধুমাত্র কন্যাশিশুদের ‘ দেশের গান ’ প্রতিযোগিতা। ক,খ ও গ এই তিনটি বিভাগে বিভিন্ন স্কুল ও শিশু সংগঠনের  ১২৫ জন কন্যাশিশু অংশগ্রহণ করে।

১২ অক্টোবর ২০১৯ শনিবার :
‘আমার কথা শোন’ শিরোনামে স্কুলভিত্তিক শিশুদের বিভিন্ন চাহিদা, অধিকার, জানার আগ্রহ ইত্যাদি নিয়ে শিশুদের সাথে রহঃবৎধপঃরড়হমুলক আলোচনাসভা। তাদের কথা শোনা, তাদেরকে বলতে দেওয়া, আবার ক্ষেত্র বিশেষে তাদের মতামত গ্রহণ করা ইত্যাদি এ আলোচনার মূল উদ্দেশ্য। এই আলোকে ঐ দিন সকাল ১০টা থেকে ১১-৩০ ঘটিকা পর্যন্ত স্থানীয় শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুপুর ১২টা বেলা ১-৩০ ঘটিকা পর্যন্ত  আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  আয়োজন করা হয় ‘আমার কথা শোন’ শীর্ষক অনুষ্ঠান। প্রথমে শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নীলুফার আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ জসীম উদ্দীন। অন্যান্যের মধ্যে শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ এসএমসি-ও সভাপতি উপস্থিত ছিলেন। স্কুলের বিভিন্ন শ্রেণীর বাছাই করা ৫০ জন শিশু এতে অংশগ্রহণ করে। ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ র্শিরোনামে আলোচনার সূত্রপাত হলেও এর সাথে শিশুরা  তাদের স্কুল, পড়াশোনা, রাস্তাঘাটে চলাফেরা,  ট্রাফিক নিয়ম ইত্যাদি বিভিন্ন বিষয়ে উপস্থিত ব্যক্তিবর্গের নিকট জানতে চায়। প্রশ্নোত্তরে অংশগ্রহণ করে জয়িতা, ইতি, সুমি, কথন বিশ^াসসহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা।

১৪ অক্টোবর, সোমবার : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান : সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ঐদিন বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে ছিলো জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথমেই শুরু হয় শিশুদের অধিকার বাস্তবায়ন উপলক্ষ্যে আলোচনা সভা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: ফজলুর রহমান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ জসীমউদ্দীনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনার সূত্রপাত হয়। শিশুশিল্পী নুসরাত খানম নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে দুজন শিশুবক্তা দ্বীপ্র ঘর অর্ঘ্য ও মৃন্ময়ী ভট্টাচার্য তাদের অধিকার বিষয়ে বক্তব্য পেশ করে।  প্রধান অতিথি  তাঁর বক্তব্যে আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিশুদেরকে শিশু শ্রম থেকে বিরত রাখা, সকল মহলে যথাযথ সচেতনতা সৃষ্টি করে শিশুর জীবনকে আনন্দময় করে নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং এ ব্যাপারে প্রয়োজনায় সহযোগিতা প্রদানের জন্য তিনি উপস্থিত অভিভাবকসহ সকলকে আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠানে শ্রমজীবী শিশু এবং তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। শিশুদের অধিকার এবং বিদ্যমান বৈষম্য সম্পর্কে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক জনাব নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: ফজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ২০১৯ সালে অনুষ্ঠিত  শিশু পুরস্কার প্রতিযোগিতা,মৌসুমি প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুকে লেখা চিঠি প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ১০জন শিশুকে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্ত শিশুদেরকে ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন। পরে ইতোপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ করা হয়। আলোচনা সভা উপস্থাপন করে  সমরিতা পাল ঐশী। সবশেষে নওশীন এর উপস্থাপনায় প্রশিক্ষণার্থী শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠান পরিবেশন করে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/11/2019
আর্কাইভ তারিখ
28/11/2019